দিনাজপুর প্রতিনিধি:
হিলিতে কীটনাশক খেয়ে মেহেনাজ আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে হাকিমপুর ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার বিশাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেনাজকে তার ইচ্ছের বিরুদ্ধে ফুফাতো ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক করায় সে অভিমানে কীটনাশক খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে জয়পুরহাট জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বার বার মুর্ছা যাচ্ছেন তার বাবা ও মা।