ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলী নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভণ্ডগ্রামের আলমের ছেলে বাড়ির পাশে অটোরিকশার ব্যাটারিতে বিদ্যুতের চার্জ চলাকালে সবার অলক্ষে তারে হাত দেয়। তারে ছিদ্র থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।