চামড়ার দাম কমলে, কমবে কওমি মাদ্রাসার আয়

admin August 20, 2018

রংপুর এক্সপ্রেস: পশুর চামড়ার সরকার নির্ধারিত দাম কমানোর কারনে কওমি মাদ্রাসাগুলোর আয় কমবে, আর এতে তাদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করছে কওমি মাদ্রাসাগুলোর সংগঠন কওমি ফোরাম। ফোরামের সমন্বয়ক মু. সাখাওয়াত হুসাইন আশঙ্কা প্রকাশ করেন, চামড়ার দাম কমার কারণে অনেক কওমি মাদ্রাসার আয় কমে যাবে, যার ফলে সেসব মাদ্রাসায় পড়ালেখা করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।


তিনি আরও বলেন, মানুষের সাদকার পাশাপাশি যাকাত, ফিতরা ও কোরবানির সময় দান করা চামড়া বিক্রির আয়ে ওপরই নির্ভরশীল অধিকাংশ মাদ্রাসার পরিচালনা ব্যয়। প্রতি বছর কুরবানির পর বাড়ি বাড়ি গিয়ে তারা এই চামড়া সংগ্রহ করেন। অথবা অনেকে নিজ দায়িত্বে তা মাদ্রাসায় দিয়ে আসেন। চামড়ার দাম কমানোর ফলে ওইসব মাদ্রাসার কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে।


তিনি বলছিলেন, এমন কিছু মাদ্রাসা আছে যারা দানের ওপর পুরো নির্ভরশীল। সবচেয়ে বেশি ক্ষতি হবে তাদের । দাম প্রতিবছর কমতে থাকায় এরই মধ্যে বহু ক্ষুদ্র মাদ্রাসা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।


জানা যায়, ২০১৪ সালের পর থেকে প্রতি বছরই দেশে চামড়ার দাম সরকারিভাবে কমানো হয়েছে।


কওমি ফোরাম বলছে, ২০১৩ সালে সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় প্রতি বর্গফুট লবণ যুক্ত গরুর চামড়া ৯০ টাকা পর্যন্ত দরে কেনা হয়। ঢাকার বাইরে তা ছিল ৮০ টাকা পর্যন্ত। তা প্রতি বছর কমানো হচ্ছে। এবছর তা নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুটে সর্বোচ্চ ৫০ টাকা।


কওমি ফোরাম আরও বলছে, সরকার কর্তৃক ঘোষিত মূল্যের চেয়ে দেশের বাজারে সবসময় বেশি দামে বিক্রি হয়। কিন্তু কয়েক বছর সরকার ঘোষিত মূল্যে তা বিক্রি করা যাচ্ছে না। তাদের দাবি এর কারণ হল চামড়া ব্যবসায়ী সিন্ডিকেট। অন্যদিকে চামড়া পাচার হচ্ছে বলেও তারা দাবি করছেন।


অপরদিকে আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখতেই কাঁচা চামড়ার দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।


বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, পশুর চামড়ার দাম কমানোর মূল উদ্দেশ্য আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিত করা।


তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়া শিল্প পড়তির দিকে। তাই স্থানীয় বাজারে যদি বেশি দামে আমরা চামড়া কিনি তাহলে আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্যের দাম বেশি হবে এবং বিক্রি কমে যাবে। বিবিসি বাংলা।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three