রংপুর এক্সপ্রেস ডেস্ক:
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাতালগঞ্জ এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ও এক কিলোমিটার এলাকায় বাস থেকে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- মোটর সাইকেল আরোহী আজিজুল হাকিম সুমন (৩৬) ও বাস চালকের সহকারী মনছুর আলম (৩২)। পাঁচলাইশ থানার এসআই নূরুল আলম মিয়া জানান দুপুরে কাতালগঞ্জ সার্জিস্কোপ ক্লিনিকের কাছে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী আজিজুল হাকিম নিহত হন। পুলিশ দুর্ঘটনার পরপর ট্রাক চালককে আটক করেছে।
এদিকে নগরীর এক কিলোমিটার এলাকায় বাস থেকে পড়ে চালকের সহকারী মনছুর নিহত হন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই আলাউদ্দিন জানান দুপুরে চট্টগ্রাম থেকে চকরিয়াগামী একটি লোকাল বাস থেকে ছিটকে পড়ে যান মনছুর। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।