রংপুর এক্সপ্রেস ডেস্ক:
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মরিয়ম সুলতানা মুন্নি নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। মামলায় ডা. তপন কুমার মণ্ডলসহ তিনজনকে আসামি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মুন্নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মো. মোশারফ হোসেন বিশ্বাসের মেয়ে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান এ ঘটনায় গত বুধবার রাতে ওই ছাত্রীর চাচা জাকির হোসেন বিশ্বাস বাদী হয়ে ওই হাসপাতালের ডা. তপন কুমার মণ্ডল নার্স শাহানাজ ও কুহেলিকাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য পিত্তথলিতে পাথর থাকায় মুন্নিকে ডাক্তার তপন কুমার মণ্ডলের অধীনে সোমবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সকাল ১০টায় মুন্নির অপারেশন করার সময় ধার্য ছিল।
নার্স রাশিদা ভোর সাড়ে ৫টার দিকে মুন্নিকে গ্যাসের ইনজেকশনের পরিবর্তে ভুল করে অজ্ঞান করার ইনজেকশন পুশ করেন। এরপর তিনি জ্ঞান হরিয়ে ফেলেন। এ অবস্থায় তাকে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।