ইংল্যান্ড বিশ্বকাপের থিম সং প্রকাশ

admin May 18, 2019

অনলাইন ডেস্ক:
অবশেষে মুক্তি পেল আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের থিম সং। বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহের মতো সময় বাকি থাকতেই গতকাল শুক্রবার ‘স্ট্যান্ড বাই’ শীর্ষক এ গানটি সবার জন্য উন্মুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


আর এ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলসহ সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীদের একীভূত করার চেষ্টা করেছে আইসিসি।


জানা গেছে, গানটি ৩ মিনিট ২০ সেকেন্ডের। যুক্তরাজ্যের অন্যতম সফল ব্যান্ড রুডিমেন্টাল এর সঙ্গে গানটি গেয়েছেন লরিন মিলে।


এদিকে এ গান মুক্তি পাওয়ার আগে রুডিমেন্টালের অন্যতম সদস্য পিয়েরস অ্যাগেট থিম সংটির ব্যাপারে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বৈচিত্র্যতাকে উদযাপন করাই মূলত আমাদের ব্যান্ডের বার্তা। অবশ্যই আমাদের বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তবে আমরা লন্ডনের ব্যান্ড। যেটা বিশ্বের অন্যতম বৈচিত্রপূর্ণ শহর। গানটির মাধ্যমে আমরা পৃথিবীর বৈচিত্রতাকে তুলে ধরতে চাই। এটিই আমাদের লক্ষ্য।’


এছাড়াও এ ব্যাপারে বিশ্বকাপের নির্বাহী পরিচালক স্টিভ এলওয়ার্থি বলেন, ‘খেলাধুলার মঞ্চে সঙ্গীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সংটা বিশ্বকাপের প্রাণ হয়ে থাকবে।’


https://www.youtube.com/watch?v=Tt5BybCUY5E&feature=youtu.be

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three