টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে একশ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ১৪ বছর বয়সী ওই কিশোরের বাড়ি উপজেলার ফুলবাগচালা ইউনিয়নে।
বুধরাতে রাতে ওই বৃদ্ধার ছেলে দুদু মিয়া বাদি হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করার পর তাকে গ্রেফতার করা হয় বলে মধুপুর থানার ওসি তারিক কামাল জানিয়েছেন।
ওসি তারিক বলেন গত সোমবার দুপুরে আঙ্গারিয়া গ্রামে বয়সের ভারে অচল অন্ধ ওই নারীকে মুখ বেঁধে ধর্ষণ করা হয় বলে তার ছেলে অভিযোগ করেছেন। আসামিকে বৃহস্পতিবার টাঙ্গাইলের আদালতে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ওই বৃদ্ধাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।