কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
ধানের দরপতন আর শ্রমিক সংকট ও মজুরি বেশীর ফলে ক্ষেতে পাকা ধান নিয়ে যখন বিপাকে পরেছেন কৃষকরা, এ পরিস্থিতিতে তাদের পাশে ‘কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে এলাকার গরীব কৃষকদের ধান কাটতে সহযোগিতার কর্মসূচি শুরু করেছে কাউনিয়া উপজেলা ছাত্রলীগ।
বৃহঃস্পতিবার (২৩ মে) উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপজেলার আরাজী খোর্দ্দ ভূতছাড়া গ্রামের দরিদ্র চাষী আব্দুল কুদ্দুসের ক্ষেতে ধান কাটার মধ্যদিয়ে স্থানীয় কৃষকদের পাশে স্বেচ্ছাসেবক হিসেবে এ সহযোগিতা কার্যক্রম আরম্ভ করেন।
এসময় জামিল হোসাইন বলেন, চলতি মওসূমে বোরো ধান চাষের উৎপাদন খরচ বেশী হওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কৃষকদের পাশে রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব কমিয়ে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানান ছাত্রলীগের এ নেতা। তিনি আরও বলেন, নেতাকর্মীদের সাথে নিয়ে প্রান্তিক কৃষকদের ক্ষেতে ধান কাটার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করছি।
উল্লেখ্য ইতোপূর্বে কৃষকদের ধান কাটাসহ সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষথেকে স্ব-স্ব এলাকায় চাষীদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।