কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ডোবা থেকে মসজিদের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমারখালী থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে আলতাফ হোসেন (৭০) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা। আলফাত উপজেলার গোবিন্দপুর জামে মসজিদের মুয়াজ্জিন। একই এলকার বাসিন্দা ছিলেন তিনি।
ওসি মিজানুর রহমান বলেন, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যান আলতাফ হোসেন। পরে আর ফিরে আসেননি। মঙ্গলবার দুপুরে মসজিদের কাছে একটি ডোবায় লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ বলতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।