কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পাওনা টাকা চাওয়ায় গায়ের ওপর মোটরসাইকেল তুলে দিয়ে আনজু বেগম (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৬ জুন) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বিএস দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আনজু বেগম নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী। তার তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, আনজু বেগম রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে মোটরসাইকেল ও এক লাখ টাকা দেন ব্যবসার জন্য। পরে লেনদেন নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পাওনা টাকা ফেরত চাইলে রবিউল বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতেন।
রোববার (১৬ জুন) নাওডাঙ্গা বিএস দাখিল মাদ্রাসার সামনের রাস্তায় রবিউলের মোটরসাইকেলের গতিরোধ করেন আনজু বেগম। একপর্যায়ে তার শরীরের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান রবিউল। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী ৩নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, আনজু বেগম সকালে আমার বাড়িতে রবিউলের কাছে এক লাখ টাকা পাওনার অভিযোগ নিয়ে আসেন। দীর্ঘদিন ধরে টাকা ফেরত দিতে অস্বীকার করায় রবিউলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দিই তাকে।
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী ফাহাদ জানান, হাসপাতালে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান হাবিব বলেন, মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।