হেলমেটধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রংপুরে সাংবাদিকদের মানববন্ধন

admin August 11, 2018

রংপুর এক্সপ্রেস: শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন চলাকালে ঢাকায় সাংবাদিকদের উপর হামলাকারী হেলমেটধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে রংপুরে কর্মরত সাংবাদিকরা। আজ শনিবার দুপুরে প্রেসক্লাব চত্ত্বরে সাংবাদিক সমাজের ব্যানারে এ মাববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এসময় সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নেয়ার দাবি জানান সাংবাদিক নেতারা।


সমাবেশে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদ বাবু, সাবেক সহ-সভাপতি আবু তালেব, সহ-সভাপতি রফিক সরকার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হারুন উর রশিদ সোহেলসহ স্থানীয় সাংবাদিক নেতারা। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক লঙ্কীণ চন্দ্র রায়।


সাংবাদিক নেতারা অভিযোগ করেন, সাংবাদিকরা দায়িত্বপালনের সময় বিগত সময়ে এমন হামলার শিকার হলেও আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করায় এবারো শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিন্থিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মানববন্ধন ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এসএ টিভির রংপুর প্রতিনিধি রেজাউল ইসলাম বাবু, ফটো সাংবাদিক রণজিৎ দাস, ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, রংপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক উৎপল ভৌমিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের দপ্তর সম্পাদক মেজবাহুল হিমেলসহ রংপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরাবৃন্দ।


উল্লেখ্য, ‘শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহের সময় রাজধানীর উত্তরা, বনানী, সায়েন্সল্যাব, ল্যাবএইড মোড়, শাহবাগ ও রামপুরা এলাকায় হামলার শিকার হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এছাড়াও বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এরই প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে সাংবাদিকরা।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three