রংপুর এক্সপ্রেস: গতকাল ইদ আনন্দের মধ্যে দেশের ৪ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন। এরমধ্যে বগুড়ায় ৫ জন, কুষ্টিয়ায় ৩ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং নীলফামারীতে ১ জনের মৃত্যু হয়। স্থানীয় পুলিশ সূত্রে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বগুড়ার শেরপুর ও শাজাহানপুর উপজেলায় পৃথক সড়ক দুই দুর্ঘটনায় ৫ জন মারা যান। এরমধ্যে শাজাহানপুরে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ আর শেরপুরে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেলে হতাহতের এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হাজরাহারি গ্রামের সোহরব হোসেনের ছেলে শামীম আকাশ (২৮) ও জয়নাল আবেদিন সোহেল রানা (২৭)। একজনের নাম জানা যায়নি। সকাল ৮ টার দিকে এ দুর্ঘটান ঘটে। অপরদেকে শেরপুর উপজেলার শালপাড়া বোয়ালকান্দি এলাকায় বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়।
কুষ্টিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত চারজন। সদরের বটতৈল এবং দৌলতপুর উপজেলার তারাগুণিয়া বাজারে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুরের সাহাবুল (১২), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলারর শিপন (২৮)। নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া সদরে দুপুর আড়াইটার দিকে এবং দৌলতপুরে সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারীতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সন্ধ্যা ৬ টার দিকে সংঘলশী ইনিয়নে ইকু জুট মিলের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম (২৮) ওই ইউনিয়নের বাদশাপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, দুপুরে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের পূর্বপাশে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ছাগল বোঝাই ট্রাক ওভারব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ওই ট্রাকে থাকা ১৫ জন ব্যাপারির মধ্যে দুইজন নিহত হন। অপরদিকে সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন; আহত হয়েছেন মাইক্রোবাস চালকসহ ৬ জন।
রংপুরএক্সপ্রেস২৪ ডটকম |Rangpurexpress24.com is a largest online news portal in North Bengal.
এক্সক্লুসিভ
জাতীয়
সড়ক দুর্ঘটনা
সারাদেশ
ইদের দিনে ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের
এই বিভাগের আরও খবর
পরবর্তী পোস্ট
« Prev Post
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন
Subscribe to:
Post Comments (Atom)