৯ টার ট্রেন ছাড়লো বিকেল সাড়ে ৩ টায়

admin June 01, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদে ঘরমুখো মানুষদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রেলের চরম শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। নির্ধারিত সময় সকাল ৯ টায় রংপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও রংপুর এক্সপ্রেস প্রায় ৭ ঘণ্টা দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়।


শুক্রবার (৩১ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশনের ৩ নাম্বার প্লাটফর্ম থেকে রংপুরের উদ্দেশ্যে বিকাল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস।


সরজমিন দেখা যায়, সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে যতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে তার ভেতরে সবচেয়ে বেশি দেরিতে গন্তব্যস্থলে রওনা হয় রংপুর এক্সপ্রেস । সকাল থেকে উত্তরাঞ্চলের এই ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন যাত্রীরা। তবে দীর্ঘ সময় পরেও কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পেয়েও খুশি যাত্রীরাও।


রংপুরগামী ট্রেনের যাত্রী শারমিন সুলতানা বলেন, আমরা সকাল ৮ টা থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের জন্য খুব বড় একটা দুর্ভোগ। তার পরেও ৭ ঘণ্টা অপেক্ষা করার পরে ট্রেন পেয়ে ভালোই লাগছে।


উত্তরবঙ্গগামী আরেক যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, বাবা মায়ের সাথে ঈদ উদযাপন করতে রংপুর যাচ্ছি। রংপুর এক্সপ্রেস ট্রেনের আজ মারাত্মক শিডিউল বিপর্যয় ঘটেছে। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম ট্রেন কখন আসবে। তবে শেষ মুহূর্তে ট্রেনে উঠতে পেরে বাড়ি যাওয়ার আনন্দে দুর্ভোগ অনেকটাই কমে গেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত যেন ঈদের সামনে ট্রেনের শিডিউল ঠিক থাকে সেভাবে ব্যবস্থা করা।

এই বিভাগের আরও খবর

পরবর্তী পোস্ট
« Prev Post
পূর্বের পোস্ট
Next Post »
নিচের বক্সে মন্তব্য লিখুন

Disqus
আপনার মন্তব্য যোগ করুন

No comments

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three